ছাতক প্রতিনিধি::ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদে সভা চলা কালীন সময়ে চেয়ারম্যান সহ পরিষদের সদস,সদস্যাদের উপস্থিতিতে কথার কাটাকাটি করে হঠাৎ ২নং ওয়ার্ডের সদস্য ইলিয়াস আলীকে বসে থাকা চেয়ার দিয়ে স্বজোরে আঘাত করে ৯নং ওয়ার্ডের সদস্য এমরান আহমদ।
১৪ই সেপ্টেম্বর মঙ্গলবার পরিষদে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে ১৬ই সেপ্টেম্বর বৃহস্পতিবার এক সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সবায় জনগণের সেবাদান প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদে বার বার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোকারী এমরান আহমদকে পরিষদ থেকে অবাঞ্ছিত ঘোষণা করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য জনাব সমুজ মিয়া জায়েদ, জনাব আব্দুল আলিম, জনাব ইলিয়াছ আলী, জনাব সোহেল আহমদ, জনাব আজিজুর রহমান, জনাব সুজন মিয়া, জনাব শিখা রানী পুরকায়স্থ, জনাব গোলাম কিবরিয়া তালুকদার বাদল, জনাব মহিবুর রহমান তালুকদার জাহাঙ্গীর, ইউপি সচিব জনাব দিপক রঞ্জন দাস প্রমুখ।