আক্রান্ত
২,০৩৮,০১৪
ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে বৈদ্যুতিক শর্টে আহত হয়ে শ্রমিক শামীম আহমদ (৩০) মৃত্যুবরণ করেছেন। গত বৃহস্পতিবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শামীম আহমদ শহরের বাগবাড়ীর ইটখলা এলাকার মৃত মজর আলীর পুত্র।
১৪ই সেপ্টেম্বর দুপুরে বিদ্যুতের কাজ করার জন্য সুজন চৌধুরী সড়কের মুখে একটি খুঁটিতে ওঠে সে। এ সময় অসাবধনতার কারণে মেইন লাইনে স্পর্শ করলে বৈদ্যুতিক শর্টে সে খুঁটি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে মুমূর্ষু অবস্থা প্রথমে ছাতক হাসপাতালে নেয়া হয় , পড়ে সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৪ দিন মুত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে গত বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।