আক্রান্ত
২,০৩৮,০১৪
ডেস্ক রিপোর্ট:: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সলেমানপুর দারুল উলুম কওমি মাদরাসার দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওই মাদরাসার শিক্ষক হাসানুজ্জামান (৪০)কে সোমবার ২০ সেপ্টেম্বর রাতে স্থানীয় সালিশ বৈঠক থেকে মহেশপুর থানা পুলিশ আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সলেমানপুর গ্রামের আনসার আলীর ছেলে হাসানুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ওই মাদরাসার দু’শিশু শিক্ষার্থীকে পৃথক পৃথক দিনে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশু দু’টি তাদের পরিবারের কাছে বিষয়টি প্রকাশ করলে এলাকায় এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সোমবার রাতে মাদরাসার ম্যানেজিং কমিটিসহ এলাকাবাসী অত্র মাদরাসার প্রাঙ্গণে একটি সালিশ বৈঠকে বসে। সংবাদ পেয়ে মহেশপুর থানার এসআই ইউনুস আলী রাত ৯টায় তাকে আটক করে থানায় নিয়ে আসে।