সিলেট প্রতিনিধি::সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি ইউনিয়নের ধোপাঘাটে নিজ ঘর থেকে আব্দুল হক মোবাশ্বির (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
মোবাশ্বিরের গলায় কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুটি রহস্যজনক বলে মনে করছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ সুরমা থানা পুলিশ ও সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) একটি টিম ঘটনা স্থলে রয়েছে।
এসব তথ্য জানিয়েছেন ঘটনাস্থলে থাকা দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার।
নিহত মোবাশ্বির মোগলাবাজার থানার সিলাম শেখপাড়ার মৃত ফজলুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধোপাঘাটস্থ নিজ বাড়িতে আব্দুল হক মোবাশ্বির ঘুমিয়ে ছিলেন। তার এক চাচাতো ভাই সন্ধ্যার দিকে বাসায় গিয়ে ডেকে তার কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে জানান। পরে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ তার বাড়িতে মোবাশ্বিরের মৃতদেহ উদ্ধার করে।
নিহত মোবাশ্বির একজন সালিশি ব্যক্তিত্ব ছিলেন বলে জানা গেছে।
ওসি কামরুল হাসান তালুকদার বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। সিআইডি’র একটি টিম মৃতদেহ পরীক্ষা করছে। এরপর আমরা সুরতহাল করে ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠাবো। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে বলে তিনি জানান।