মীর দুলাল হবিগঞ্জ জেলা প্রতিনিধি:: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার ২৮ শে সেপ্টেম্বর ২০২১ ইং সকালে হবিগঞ্জ জেলা প্রশাসক এর কায্যালয়ে জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিসার জনাব পবন চৌধুরী একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন৷
অনুষ্ঠানে তথ্য প্রযুক্তির আইন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জনাম মোঃ নাজমুল হাসান, উপপরিচালক(উপসচি) , স্থানীয় সরকার শাখা, হবিগঞ্জ, সদর পৌরসভা মেয়র জনাব আতাউর রহমান সেলিমসহ জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ।