আক্রান্ত
২,০৩৮,০১৪
মোঃ সোহাগ আলী, শার্শা (যশোর) সংবাদদাতা
শার্শা উপজেলার গোগা বাজার বটতলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মোঃ আঃ সালাম (২১) নামে এক যুবক কে আটক করেছে পুলিশ।
আটককৃত যুবক বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের মোঃ রফিকুল ইসলাম ঢালীর ছেলে, মোঃ আঃ সালাম ঢালী (২১)
থানা সূত্রে জানা গেছে, এসআই নুর মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার সময় শার্শা থানাধীন গোগা বটতলা এলাকায় থেকে ১২ বোতল ভারতীয় ফেনসিডিল সহ তাকে হাতে নাতে আটক করে।
শার্শা থানার তদন্ত (ওসি) মোঃ তরিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামির বিরুদ্ধে শার্শা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।