আক্রান্ত
২,০৩৮,০১৪
সুজন তালুকদার ::ছাতকের ইসলামপুর ইউনিয়নের হাদাচাঁনপুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে ফাহিমা আক্তার মাহিমা নামে ১১ বছরের স্কুল ছাত্রী নিখোঁজ থানায় জিডি যার নং (১৬০০) জিডি সুত্রে জানা যায় ২৯ সেপ্টেম্বর বুধবার প্রতি দিনের মত বিকেল ৫ টার দিকে বাড়ির আঙ্গীনায় খেলা ধুলা করতে যায় মাহিমা। সন্ধায় ঘরে না ফিরায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাওয়া যায় নি পর দিন মেয়ের পিতা খলিলুর রহমান ছাতক থানায় সাধারণ ডায়েরি করেছেন।
হাদাচাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ফাহিমা আক্তার মাহিমা’র গায়ের রং শ্যমলা মুখমন্ডল লম্ভা,উচ্চতা ৪ ফুট যদি কোনো হৃদয় বান ব্যক্তি সন্ধান পেয়ে থাকেন পিতার নাম্বার ০১৭৬৬৭০৯১৪৮ অথবা ছাতক থানায় যোগাযোগ করার অনুরোধ রইলো।