মীর দুলাল হবিগঞ্জ জেলা প্রতিনিধি::
হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসুচি ভিজিডি’র চাল পাচারকালে দুই পাচারকারীকে আটক করেছে এনএসআই ও বানিয়াচং থানা পুলিশ৷
এ সময় তাদের কাছ থেকে পাচারকালে ১৪ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়।বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর ২১ ইং দুপুরে বানিয়াচং উপজেলা সদরের আমিরখানী কালভার্ট এলাকা থেকে পাচারকারীদেরকে আটক ও চালগুলো উদ্ধার করা হয়।
জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র হবিগঞ্জের এডি মোঃ মোশাররফ হোসেন পাচারকারীদেরকে আটক ও চাল উদ্ধার এর বিষয়টি নিশ্চিত করেন৷
তিনি জানান,একটি গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এনএসআই বানিয়াচং থানা পুলিশকে সাথে নিয়ে বানিয়াচং-জলসুখা ভায়া আজমিরীগঞ্জ সড়কে অভিযান চালাই৷
এসময় আমিরখানি কালভার্ট এলাকা থেকে জলসুখা নোয়াগড় গ্রামের মৃত বিশ্বেসর ঘোপের পুত্র শ্রীকৃষ্ণ দাস (৩০) ও শ্রীভাস চন্দ্র দাসের পুত্র
ব্রজেশ্বর ঘোপ (৪৬)কে হাতেনাতে আটক করা হয়৷
সরকারি খাদ্যবান্ধব কর্মসুচি ভিজিডি’র ১৪ বস্তা চাল
সহ দুই পাচারকারী কে গ্রেফতার করা হয়৷