ডেস্ক রিপোর্ট:: রাজশাহীর মোহনপুর উপজেলায় স্ত্রীর পরকীয়া সইতে না পেরে আত্মহত্যা করেছেন প্রতাব কুমার সাহা (৩৮) । গত বুধবার রাতে উজেলার জাহানাবাদ ইউনিয়নের দোরাজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
জানা গেছে, প্রতাব কুমার সাহার সঙ্গে তাপসি রানী সাহার প্রায় ৬ বছর আগে বিয়ে হয়। তাদের ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। হাসিব নামের এক কলেজ ছাত্র নিহতের ছেলেকে প্রাইভেট পড়াতেন। একপর্যায়ে প্রাইভেট শিক্ষকের সঙ্গে প্রতাব কুমার সাহার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি এলাকায় জানাজানি হলে ক্ষোভ সৃষ্টি হয় তার মনে। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো।
প্রতিদিনের ঝগড়া অপমান সহ্য করতে না পেরে বুধবার আনুমানিক রাত ১টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। গতকাল স্ত্রীসহ পরিবারের লোকজন ওই ব্যক্তির লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের ছোট ভাই সুজল কুমার সাহা বাদী হয়ে থানায় ইউডি মামলা দায়ের করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।