সুজন তালুকদার::ছাতক বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনে সাপ্তাহিক পরিচ্ছন্নতার কার্যক্রম সম্পন্ন। ১ অক্টোবর শুক্রবার স্কুল ওয়াই কিন্ডার গার্টেন এর আশপাশ এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন অভিযান করে সংগঠনের দায়ীত্বশীল কর্মিরা।
স্কুল ওয়াই কিন্ডার গার্ডেন এর প্রধান রণধীর আচার্য, ছাতকের সুনামধন্য গানের শিক্ষক টুটুর দাস,ক্যামেরা সাংবাদিক আমির আলী’র উপস্থিতিতে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ছাতক বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ক শামিনা বেগমের পরিচালনায় পরিচ্ছন্ন অভিযান উপস্থিত ছিলেন লজিস্টিক সদস্য রোমান হাসান,রাহুল আহমেদ, আইটি সদস্য রাতুল হাসান, সালমান আলী খান, মনিটর আশিকুর রহমান, শুভ রহমান,সানজানা আক্তার, রাজিব আহমেদ, সদস্য রাজনা আক্তার, নাজমিন আক্তার, সুবর্না আক্তার, এনি আক্তার, ইভা আক্তার,পান্না আক্তার,লিজা আক্তার,সেভালি আক্তার,শান্তা আক্তার,মিনহা আক্তার,আতিকুল রহমান, পারভেজ আহমেদ, নোমান আহমেদ, এমরান হাসান,ইমরান হাসান,আজহার আহমেদ , রবিন আহমেদ, মারুফ আহমদ সহ সংগঠনের নেতৃবৃন্দ।