ছাতক প্রতিনিধি::দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন ১১ নভেম্বর। চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষে সরকার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চরমহল্লা টেটিয়ারচর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুস ছালাম।
তিনি বলেন, দলের সিংহভাগ নেতাকর্মী’র সমর্থন নিয়ে মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা করেছি। দল মনোনয়ন প্রদান করলে অবশ্যই তিনি চরমহল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেয়া বার্তায় তিনি বলেন, চরমহল্লা ইউনিয়ন পরিষদ নিয়ে আমার স্বপ্ন রয়েছে, আধুনিক ও নান্দনিক ইউনিয়ন পরিষদ গঠনে আমার চেষ্টা থাকবে আজীবন।
সকলের দোয়া, সহযোগিতা ও ভালবাসা এবং ভোট পেয়ে বিজয়ী হলে সকলের সূ-পরামর্শকে কাজে লাগিয়ে চরমহল্লা ইউনিয়ন পরিষদকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।আব্দুস ছালাম চরমহল্লা ইউনিয়নের বল্লভপুর গ্রামের কৃতি সন্তান।