ডেস্ক রিপোর্ট::গ্যারেজে রিকশা রাখা কে কেন্দ্র করে কথা–কাটাকাটির জেরে শফিকুল ইসলাম (৫০) নামের এক রিকশা চালককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাজধানীর কামরাঙ্গীরচরের হুজুরপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, কামরাঙ্গীরচরের হুজুরপাড়া ১ নম্বর গলিতে সপরিবার থাকতেন শফিকুল ইসলাম। গতকাল বিকেলে স্থানীয় একটি গ্যারেজে রিকশা রাখা নিয়ে তাঁর সঙ্গে মোহাম্মদ হোসেন (২৫) নামের অপর একজন রিকশাচালকের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে হোসেন শফিকুলকে মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আজ বুধবার সকালে কামরাঙ্গীরচর থানা–পুলিশ শফিকুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়। তাঁর বাড়ি বগুড়া সদর উপজেলার দশটেকিতে।
হাসপাতালের মর্গে শফিকুলের ছেলে খালিদ হাসান ওরফে মিলু অভিযোগ করেন, তাঁর বাবা হুজুরপাড়ায় রিকশা গ্যারেজ পরিষ্কার করছিলেন। এ সময় রিকশাচালক মোহাম্মদ হোসেন নিজের রিকশা গ্যারেজে রাখতে এসে তাঁর বাবাকে সরে যেতে বলেন। তখন বাবা পাশ দিয়ে যেতে বলেন। এ নিয়ে দুজনের কথা–কাটাকাটি হয়। মারপিট শুরু করে একপর্যায়ে হোসেন তাঁর বাবাকে পিটিয়ে হত্যা করেন।
এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) রবি আহসান প্রথম আলোকে বলেন, গতকাল রাতে খালিদ হাসান তাঁর বাবাকে হত্যার অভিযোগে মোহাম্মদ হোসেনকে আসামি করে হত্যা মামলা করেছেন। হোসেন পালিয়েছেন। তাঁকে ধরার চেষ্টা চলছে।