স্পোর্টস ডেস্ক:: টি টুয়েন্টি বিশ্বকাপের ইংল্যান্ড বানম ওয়েস্ট ইন্ডিজের আজকের ম্যাচটি নিজেদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ছিল। টি টোয়েন্টিতে শক্তি মত্তার বিচারে ইংল্যান্ড থেকে ওয়েস্ট ইন্ডিজ অনেক ভাল। ওয়েস্ট ইন্ডিজ টিমকে টি টোয়েন্টির ফেরিওয়ালা বলা হয়। কিন্তু টি টুয়েন্টিতে আগে থেকে কোন কিছু অনুমান করা বোকামি ছারা আর কিছু না। আজ যেমন ইংল্যান্ডের কাছে ধরাশায়ী হতে হলো টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ান ওয়েস্ট ইন্ডিজকে। ৬ উইকেটের বিশাল ব্যবধানে ইংল্যান্ডের কাছে পরাজিত হলো ওয়েস্ট ইন্ডিজ।
ইংল্যান্ডের আদিল রশিদের আগ্রসনে টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ আজ দাড়াতেই পারেনি। ইংল্যান্ড আজ টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আজ ওপেনিংয়ে নামে ইভেন লুয়িস এবং সিমন্স। ওয়েস্ট ইন্ডিজর ব্যাটসম্যান লুইস দলীয় ৮ রানের মাথায় ওয়াকসের শিকার হয়ে সাজঘরে ফিরে। আরেক ব্যাটসম্যান সিমন্স মঈন আলীর শিকার হয়ে ফিরে গেলে ওয়েস্ট ইন্ডিজের রান ৯/২।
নিয়মিত বিরতিতে উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজর ব্যাটসম্যানরা একমাত্র ক্রিজ গেইল ছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা পার হতে পারে নাই। ওয়েস্ট ইন্ডিজকে আজ সবচেয়ে বেশি ভোগায় আদিল রশিদের বল। আদিল রশিদ ২.২ ওভার বল করে ২ রান দিয়ে নেন ৪ উইকেট। শেষ পর্যন্ত ১৪.২ ওভার খেলে ৫৫ রনে অলআউট হয়ে যায়।
৫৬ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২১ রনের মাথায় জেসন রয়ের উইকেট হরায়। রামপালের বলে গেইলের হাতে ক্যাচ দিয়ে ১১ রান করে সাজঘরে ফিরেন রয়। দলীয় ৩০ রানের মাথায় আবার উইকেট হারায় ইংল্যান্ড জনি ব্যারিয়োস্ট ৯ রান করে পেভিলিয়নের পথ ধরেন। মঈন আলী ৩ রান করে রান আউট হয়। ৩৯ রান করতেই ইংল্যান্ডের হারায় ৪ উইকেট। শেষ পর্যন্ত ইংল্যান্ড ৪ উইকেটে ৮.২ ওভার খেলে ৫৬ রান করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নেয়।