মীর দুলাল বিশেষ প্রতিনিধিঃ
হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের বার বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান ও জেলা যুবদলের সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী দিগন্ত পরিবহনের মালিক মিয়া মোহাম্মদ ইলিয়াস এর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার ২৮ অক্টোবর ২১ ইং সকাল ১১ ঘটিকার সময় হবিগঞ্জ শাহী ঈদগা ময়দানে হাজারো -হাজার মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
লোকে লোকারণ্য মাঠ, সবার মূখে মুখে এমন লোক কি আমাদের মাঝে আসবে। উক্ত জানাজার নামাজে উপস্থিত সকলের চোখের জলে ভেসে যায় প্রিয় মানুষটির জন্য ।সকলের মুখে- ছিল আমরা একজন আদর্শ ও নীতিবান লোককে হারালাম।
মাত্র দু সপ্তাহ আগে উনার আপন ছোট ভাই মারা গিয়েছিলেন। এর পর থেকে তিনি দূরচিন্তায় পরে যান। মিয়া মোহাম্মদ ইলিয়াছের বয়স (৪৫) এই অকাল মৃত্যুতে সর্ব মহলে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি সর্বদা সকলের সাথে হাসি মুখে কথা বলতেন। রাজনৈতিক জীবনে ও তিনি সকলের কাছে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত।
দুই বার রিচি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। উনার প্রসংশা রয়েছে সর্বত্র। যে কোন লোকের জন্য সব সময় উম্মুক্ত ছিল তার দরজা। ছোট থেকে বড় পর্যন্ত এক নামে চিনতেন মিয়া মোহাম্মদ ইলিয়াসকে।
তাহার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হবিগঞ্জ জেলা সর্ব মহলে শোকের ছায়া নেমে আসছে। একজন দায়িত্বশীল অমায়িক মানুষ কে আমাদের কাছ থেকে হারিয়ে গেলেন। এক নজর দেখার জন্য তাহার বাসায় সব শ্রেনীর মানুষ ভিড় জমায়।
আজ বৃহস্পতিবার ১ম জানাযা নামাজ সকাল ১১টায় হবিগঞ্জ শাহী ঈদগায়ে ও বিকাল ২টায় জালালাবাদ গ্রামে ২য় জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযা নামাজ শেষে তার পারিবারিক কবর স্হানে দাপন করা হয়েছে।