উজ্জীবক সুজন তালুকদার::
আজ ছিলো জাতীয় যুব দিবস,যুব দিবসে যুব সমাজের প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। একজন যুবক হতে পারে একটি দেশ গড়ার কারিগর যেমন বাংলাদেশের যখন স্বাধীন একটি দেশ ঘোষণা করা হয় ইতিহাসে পড়েছি তখনি ছিলো তখন কার যুবকদের অবদান আর সেই যুবকরা আজকের বীর মুক্তিযোদ্ধা হিসাবে যাদের শ্রদ্ধা জানাই আমরা। বর্তমানে প্রতিটি দেশের সরকার যুব সমাজ কে নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যুব কল্যাণে কাজ করে যাচ্ছে।
একটি আলোর কণা পেলে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ মানুষ হলে বিশ্ব জগত ডলে, উদাহর আজকের একজন বীর মুক্তিযোদ্ধা যদি ৫০ বছর পূর্বে একজন যুবক ছিলেন, তাহলে আজকের একজন যুবক ৫০ বছর পড়ে কি হতে পারে তা বলা যাবে না।
তবে কর্মেই ভালো ফলের আশা করা যায় সমাজে যুবকরা যদি মাদকাসক্তি, নারী নির্যাতন, শিশু নির্যাতন বাল্যবিয়ে সহ সকল অপরাধ দূরীকরণের লক্ষে এগিয়ে আসি এমন কোনো শক্তি নেই যুব সমাজ কে হার মানাতে পারে।
একত্রিত যুব সমাজ দেশ পরিবর্তন করার একমাত্র হাতিয়ার ভিক্ষুক থেকে শুরু করে ধনি পরিবারের একজন যুবক আগামীতে একজনদেশ পরিচালনায় রাষ্ট্র নায়ক হতে পারে আমিও একজন যুবক দেশ গড়ার কারিগর আমিও একজন কথাটা সকল যুবকদের মনে থাকতে হবে আজ জাতীয় যুব দিবসে বাংলাদেশের প্রতিটি গ্রামে অপরাধ দমনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিনীত অনুরোধ করছি।
উজ্জীবক সুজন তালুকদার
সাধারণ সম্পাদক – ছাতক ইয়াং স্টার
স্বেচ্ছাসেবক কর্মী -দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ