সিলেট থেকে সৈয়দ মুহিবুর রহমান মিছলু::জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, মহানগর শাখার সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক গিয়াস আহমদ শুক্রবার (৫ নভেম্বর) এক যুক্ত বিবৃতিতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন বৈশ্বিক মহামারীর প্রকোপে দেশের অর্থনীতি যখন বিপর্যস্ত, তিন কোটির অধিক মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে, এ ধরনের কঠিন পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত দেশের অর্থনীতিকে চরম সংকটে ফেলে দিবে।
ইতিমধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলে পণ্যের মূল্য আরেক দফা বাড়বে যাহা এ দেশের মানুষের স্বাভাবিক জীবন যাত্রাকে ব্যাহত করবে অর্থনীতি কে ধ্বংস করে দিবে, কাজেই এই সময়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত হবে দেশ ও জনগণের স্বার্থ বিরোধী, এ ধরনের গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।