ছাতক প্রতিনিধি::ছাতকের পল্লীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে হাঁস-মোরগ, কবুতর সহ একটি বসতঘর ভস্মিভুত হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের লক্ষনসোম গ্রামের মৃত ইউনূছ আলীর পুত্র আকবর আলীর বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুনে গৃহপালিত হাঁস-মোরগ, কবুতর, ধান-চাল, আসবাবপত্র, কাপড়-চোপরসহ বসতঘর ভস্মিভুত হয়। খবর পেয়ে সুনামগঞ্জ’র শান্তিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছার আগেই বসতঘর সহ সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে যায়। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবী করা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারনা করা হয়েছে।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জাউয়া ইউপির নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল হক, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম, আখলুছ মিয়া, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুজন শ্যাম, এসআই এহতেশাম তালুকদার, ইউপি সদস্য আব্দুল কদ্দুছ সুমন, আওয়ামীলীগ নেতা আশক উদ্দিন, মানবাধিকার কর্মী রাজু আহমদ পীর,জাউয়া ব্যাবসায়ী সমিতির সভাপতি আছাদুর রহমান আছাদ,আব্দুস সালাম,আব্দুর রউফ প্রমুখ।
এসময় ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে নগদ দশ হাজার টাকা তুলে দেন ইউপি চেয়ারম্যান আব্দুল হক।