1. bnp786@gmail.com : editor :
  2. sylwebbd@gmail.com : mit :
  3. zia394@yahoo.com : Nurul Alam : Nurul Alam
  4. mrafiquealien@gmail.com : Rafique Ali : Rafique Ali
  5. sharuarprees@gmail.com : Sharuar : Mdg Sharuar
  6. cardgallary17@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ন

লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন ২০২২ সম্পন্ন : সভাপতি এমদাদ , সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ।

  • আপডেটের সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

ডেস্ক রিপোর্ট::  যুক্তরাজ্যের  সাংবাদিকদের বৃহত্তর সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন ২০২২ উপলক্ষে ইষ্ট লন্ডনের স্থানীয় একটি হলে, যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সাংবাদিকদের উপস্থিতিতে সম্মেলনের স্থলটি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের  সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়েরের পরিচালনায় আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন ক্লাবের ট্রেজারার আ স ম মাসুম।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, পপলার ও লাইম হাউজের এম পি আফসানা বেগম সহ কমিউনিটির বিজ্ঞজনেরা।

 

লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচনে ২০২২ এ ২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা  করেছেন তাদের প্রাপ্ত ভোট সংখ্যা   :

ইমাদ-তাইসির-মুরাদ প্যানেল  থেকে প্রার্থীদের প্রাপ্ত ভোট 

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি পদে  বর্তমান সভাপতি এমদাদুল হক চৌধুরী পেয়েছেন ১৮২ ভোট ( নির্বাচিত), সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ব্যারিষ্ঠার তারেক চৌধুরী পেয়েছেন ১৯৮ ভোট ( নির্বাচিত) , সহ সভাপতি পদপ্রার্থী   রহমত আলী পেয়েছেন ১৭৮ ভোট ( নির্বাচিত),  সাধারণ সম্পাদক পদপ্রার্থী  তাইসির মাহমুদ পেয়েছেন ১৭৬ ভোট ( নির্বাচিত), এসিস্ট্যান্ট সেক্রেটারী পদপ্রার্থী ইব্রাহিম খলিল পেয়েছেন ১৫৪ ভোট , ট্রেজারার  পদপ্রার্থী আব্দুল কাদির চৌধুরী মুরাদ পেয়েছেন ১২০ ভোট, এসিস্ট্যান্ট  ট্রেজারার  পদপ্রার্থী পলি রহমান পেয়েছেন ৮৫ ভোট, অর্গেনাইজিং এন্ড ট্রেইনিং সেক্রেটারী পদপ্রার্থী  রুপি আমিন পেয়েছেন ১৪৪ ভোট, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী পদপ্রার্থী আব্দুল কাইয়ূম পেয়েছেন ১৪৯ ভোট, ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারী পদপ্রার্থী  মোঃ রজাউল করীম মৃধা পেয়েছেন ১৭৪ ভোট ( নির্বাচিত)।

এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী শাহনাজ সুলতানা পেয়েছেন ১৪৭ ভোট ( নির্বাচিত), এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী আনোয়ার শাহজাহান পেয়েছেন ১৫৪ ভোট ( নির্বাচিত), এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী জে ইউ এম নাজমুল হুসেন পেয়েছেন ১৭৩ ভোট ( নির্বাচিত), এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী সাহিদুর রহমান সুহেল  পেয়েছেন ১৩১ ভোট ও এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী  মোঃ আজিজুল হক কায়েস  পেয়েছেন ১৩২ ভোট।

সাত্তার–মোসলেহ-সালেহ প্যানেল থেকে প্রার্থীদের প্রাপ্ত ভোট — 

 

সভাপতি পদে পদপ্রার্থী মোহাম্মদ আবদুস সাত্তার পেয়েছেন ১২৮ ভোট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সেখ মোজাম্মেল হোসেন কামাল পেয়েছেন ১০৮ ভোট, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ড.আনিছুর রহমান আনিছ পেয়েছেন ১২৮ ভোট, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোসলেহ উদ্দিন আহমেদ পেয়েছেন ১৩৮ ভোট, এসিস্ট্যান্ট সেক্রেটারী পদপ্রার্থী সাঈম চৌধুরী পেয়েছেন ১৫৫ ভোট ( নির্বাচিত) , ট্রেজারার  পদপ্রার্থী সালেহ আহমেদ পেয়েছেন ১৭৮ ভোট ( নির্বাচিত), এসিস্ট্যান্ট  ট্রেজারার  পদপ্রার্থী মোহাম্মদ আবদুল কাইয়ূম পেয়েছেন ১২৫ ভোট ( নির্বাচিত), অর্গেনাইজিং এন্ড ট্রেইনিং সেক্রেটারী পদপ্রার্থী মোহাম্মদ এমরান আহমদ পেয়েছেন ১৬১ ভোট ( নির্বাচিত) , মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী পদপ্রার্থী মোঃ আবদুল হান্নান পেয়েছেন ১৭৫ ভোট ( নির্বাচিত), ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারী পদপ্রার্থী জুয়েল দাস পেয়েছেন ১৩৯ ভোট।

এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী আহাদ চৌধুরী বাবু পেয়েছেন ২১৬ ভোট ( নির্বাচিত) ,  সারওয়ার হোসেন পেয়েছেন ১৪৮ ভোট ( নির্বাচিত) , শেবুল চৌধুরী পেয়েছেন ৮৯ ভোট, এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী মুহাম্মদ কলন্দর তালুকদার পেয়েছেন ৫২ ভোট  ও এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হারুন-অর-রশীদ পেয়েছেন ৭৮ ভোট ।

 

স্বতন্ত্র হিসাবে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের প্রাপ্ত ভোট –   

এসিস্ট্যান্ট  ট্রেজারার  পদপ্রার্থী আমিনুল আহসান তানিম পেয়েছেন ৯৬ ভোট। এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী রোমান বকত চৌধুরী পেয়েছেন ২৭ ভোট ও এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী  জে আর সোহেল পেয়েছেন ৯৮ ভোট।

 

২টি পর্বে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি। ১ম পর্বে  ছিল বিজিএম ও নির্বাচন এবং দ্বিতীয় পর্বে ডিনার ও লাইফ মেম্বার রিসিপশন এবং মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান।  অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ফাহমিদা নবী ও ক্লোজআপ তারকা সাকিব খান।
 

Comments are closed.

এই ধরণের আরো খবর

বাংলাদেশে করোনা ভাইরাস

সর্বমোট

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
সূত্র: আইইডিসিআর

সর্বশেষ

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
স্পন্সর: একতা হোস্ট
© All rights reserved © 2021 notunalonews24.com
Design and developed By Syl Service BD