ওসমানীনগর প্রতিনিধিঃসিলেটের ওসমানীনগর উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮টায় ভোট শুরু হয়। কিন্তু ভোট শুরুর পর ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। সকাল ১১ টায় স্ট্রোক করে মারা গেছেন ০২ নং সাদীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৫ নং ওয়ার্ড এর মেম্বার পদপ্রার্থী বেগমপুর এলাকার মৃত জফর উল্লাহর ছেলে জদু মিয়া। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।
এব্যাপারে মৃত প্রার্থীর ভোট কেন্দ্র শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয় বেগমপুর এর প্রিসাইডিং কর্মকর্তা জনাব সুরঞ্জন তালুকদার জানান আমি দুপুর ১২ টার দিকে বিষয়টি জানতে পেরেছি।ইতিমধ্যে নির্বাচন কমিশন এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে বিষয়টি আলোচনা করেছি তারা আমাকে ভোট গ্রহণের জন্য বলে দিয়েছেন, তাই উনাদের নির্দেশে ভোটগ্রহণ চলছে।
সকাল ১১টায় হঠাৎ করে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন তিনি।