আক্রান্ত
২,০৩৮,০১৪
প্রেস বিজ্ঞপ্তি::বড়লেখা উপজেলার ৯নং সুজানগর ইউনিয়নের সালদিগা নিবাসী বিশিষ্ট সমাজ সেবক বড়লেখা উপজেলা বি এন পির প্রবীন নেতা,কাতার জিয়া সংসদের সাবেক সভাপতি জনাব আহমেদ নুর কাজল
অদ্য ০৯/০৩/২২ তারিখ রাত ৯ ঘটিকার সময় সিলেট
পার্ক ভিউ হাস্পাতালে ইন্তেকাল হইয়াছেন ৷ইন্না_লিল্লাহিওয়াইন্না_ইলাইহি_রাজিউন।
মরহুমের জানাজার নামাজ পরে
জানানো হইবে ৷বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফাউন্ডেশন বড়লেখা মৌলভীবাজার সভাপতি আজিম উদ্দিন এবং সাধারন সম্পাদক ফয়জুল হক মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে -দোয়া কামনা করেছেন আল্লাহ যেন মরহুমকে জান্নাতের উচ্চ মাকান দান করুক !!