শহিদুল ইসলাম, সিলেট
৩১ মার্চ ২০২২, রোজ বৃহস্পতিবার মোগলাবাজার ইউনিয়নের রেঙ্গাহাজীগঞ্জ কিংডম পার্টি সেন্টার, রেবতীরমণ সরকারি হাইস্কুল মাঠ, হাজী রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে।
সিলেটের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি ও দানশীল ব্যক্তিত্ব সর্বজন শ্রদ্ধেয় আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন নিজ অর্থায়নে পরিচালিত মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে দেশের এই ক্লান্তিলগ্নে সংকটময় মুহূর্তে মোগলাবাজার ইউনিয়নের ও দাউদপুর ইউনিয়নের ১২০০শ অসহায় হতদরিদ্র দিনমজুর পরিবারের মধ্যে হাদিয়া স্বরূপ জনপ্রতি ৫০০/ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।
উক্ত বিতরণে ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা শ্রদ্ধেয় জনাব আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট এর সাধারণ সম্পাদক জনাব জাহেদুল ইসলাম দারা, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, বিশিষ্ট প্রবীণ মুরব্বি ও সাবেক সোনাহর আলী সুনা, বিশিষ্ট মুরব্বি ও সাবেক মেম্বার নুরুল ইসলাম পংকি, ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক সমাজকর্মী আব্দুল মুমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাব উদ্দিন শিহাব , কার্যনির্বাহী সদস্য হারুনুর রশিদ হিরন, আফতাব উদ্দিন, ময়নুল ইসলাম মঞ্জু, রোটারিয়ান নিজাম উদ্দিন, তরুণ সমাজ সেবক রায়হান আহমদ, শামীম আহমদ, মোহাম্মদ সামছুল হক, রুহুল ইসলাম মেম্বার, শাকিল মাহমুদ মইন, শহিদুল ইসলাম, ফাহিম আহমদ, প্রমুখ।
সবাই দোয়া করবেন মহান আল্লাহপাক যেন আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন এর এই দান কে কবুল করে দুনিয়া ও আখেরাতে কল্যাণের জন্য কাজ করার তাওফিক দান করেন আমিন।