শহিদুল ইসলাম, সিলেটঃ গত ৫ মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে সুইন্ডন বরো কাউন্সিল এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে চতুর্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন।
এর আগে ২০১২ সালের ৫ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি একই দল থেকে প্রার্থী হয়ে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
ব্রিটেনের স্থানীয় নির্বাচনে সুইন্ডন বরো কাউন্সিল এলাকা থেকে টানা চতুর্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন বৃহত্তর সিলেট (সুনামগঞ্জ) এর কৃতি সন্তান আব্দুল আমিন।
২০শে মে ২০২২ইং শুক্রবার সুইন্ডন বরো কাউন্সিলের মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন।
৪ ভাই ২ বোন এর মধ্যে কাউন্সিলর আব্দুল আমিন ৩য়। তাঁর জন্মস্থান ইশাকপুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ এর মৃত আব্দুল সামাদ ও সবুতেরা বিবি’র সুযোগ্য সন্তান।
কাউন্সিলর আব্দুল আমিন বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জরিত আছেন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন।সুইন্ডন রোটারি ক্লাবের সদস্য। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের একজন গভর্নর হিসেবে দায়িত্বে আছেন। উইল্টশায়ার পুলিশ ফোর্সের উইল্টশায়ার বিভিন্ন সম্প্রদায়ের স্বাধীন উপদেষ্টা ফোরামের চেয়ারম্যান।
তিনি ইতিমধ্যে স্থানীয় জনগণের মন জয় করে নিয়েছেন, কমিউনিটিতে তাঁর দীর্ঘ
দিনের সেবাই স্থানীয় জনগণ এবার বিপুল ভোটে জয়ই করেছেন এবং তিনি আজীবন কমিউনিটির সেবাই নিজের জীবন নিজের জীবন উৎসর্গ করার বাসনা পোষণ করেন, পরিশেষে সবার দোয়া কামনা করেছেন।