Warning: file_put_contents(): Only -1 of 404 bytes written, possibly out of free disk space in /home/notunalo/public_html/wp-content/plugins/covid-19-bangladesh-live/covid-19-bd-live.php on line 86
০
শহিদুল ইসলাম সিলেটঃ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য স্মরণকালের ভয়াবহ বন্যায় অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়ালেন মানবিক সংগঠন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট।
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার, খালেরমুখ, রেঙ্গা হাজীগঞ্জ, সুনাপুর, মির্জাপুর, ইন্নাত আলীপুর ও সিলেট মহানগরের বিভিন্ন এলাকা পীর মহল্লা, রায়নগর, বরইকান্দি, শিববাড়ী এলাকার অসহায় হতদরিদ্র ৩০০০ হাজার পরিবারের মাঝে ১ মাসে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।উক্ত বিতরণে অত্র ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এনামুল কবিরের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক শাহীন আহমদ এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগলাবাজার ইউনিয়নের কৃতি সন্তান, অত্র ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ও দানশীল ব্যক্তিত্ব, মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব আব্দুল মজিদ (লাল মিয়া) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, লন্ডন প্রবাসী রোটারিয়ান রাবেয়া তাহেরা মজিদ, লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজ সেবক মোঃ মানই মিয়া সহ উপস্থিত ছিলেন অত্র ট্রাস্টের সম্মানিত উপদেষ্টা সোনাহর আলী সুনা মেম্বার, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ এর সম্মানিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, দিলদারপুর উচচ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ তাজুল ইসলাম, দেলোয়ার হোসেন, সদস্য জাহাঙ্গীর আলম মুসিক, হারুনুর রশিদ হিরন, ময়নুল ইসলাম মঞ্জু, মোঃ শাহাব উদ্দিন শিহাব, বিশিষ্ট প্রবীণ মুরব্বি বশির আহমদ বাবুল, শহিদুল ইসলাম, আহমেদ দিলু, রুমন আহমদ, শাকিল মাহমুদ মইন, প্রমুখ।