শহিদুল ইসলাম, সিলেট
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য সিলেটে দুই দুইবার স্মরণকালের ভয়াবহ বন্যায় অসহায় বান ভাসি মানুষের পাশে দাঁড়ালেন মানবিক সংগঠন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট বন্যা পরবর্তী বিশুদ্ধ পানির সংকট মোকাবেলায় জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে সিলেট জেলার দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে একটানা ৩ মাস আগে শুরু করা ১১০টি টিউবওয়েল স্থাপনের কাজ সম্পূর্ণ করা হয়েছে।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী আব্দুল মজিদ লাল মিয়া ও চেয়ারপার্সন রোটারিয়ান রাবেয়া তাহেরা মজিদ এর নিজ অর্থায়নে উক্ত টিউবওয়েল স্থাপন প্রকল্পটি পরিচালিত হয়।
টিউবওয়েল প্রকল্পটির কাজ পরিচালনা করেন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এনামুল কবির, শাহ জাহান মিয়া ও শাহীন আহমদ।
উল্লেখ্য জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ২০০১ সাল থেকে বৃহত্তর সিলেটের বিভিন্ন স্থানে কয়েক সহস্রাধিক টিউবওয়েল স্থাপনসহ অসংখ্য সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়াও জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট এতিম,গরিব,দিনমজুর অসহায় বিধবা নারী/পুরুষ এর মধ্যে সাহায্য সহযোগিতা, খাদ্য সামগ্রী বিতরণ, বসত ঘর নির্মান সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এ করে যাচ্ছে।