যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে ১৮টি লেপার্ড যুদ্ধ ট্যাংক পাঠিয়েছে জার্মানি। কয়েক মাস আগে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস এসব যুদ্ধ ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, প্রতিশ্রুতি মোতাবেক ইউক্রেনে ১৮টি লেপার্ড-২ ট্যাঙ্ক, ৪০টি মার্ডার পদাতিক ফাইটিং যান এবং দুটি সাঁজোয়া পুনরুদ্ধারের গাড়ি পাঠিয়েছে জার্মানি। স্পিগেল নিউজ ম্যাগাজিন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
লেপার্ড–২ ট্যাংক হলো বিশ্বের অন্যতম প্রথম সারির যুদ্ধট্যাংক। জার্মানির সেনাবাহিনী এবং অনেক ইউরোপীয় দেশের সামরিক বাহিনী এ ট্যাংক ব্যবহার করে। ইউরোপীয় নয়, এমন দেশগুলোর মধ্য কানাডা ও ইন্দোনেশিয়া এই ট্যাংক ব্যবহার করে। আফগানিস্তান, কসোভো ও সিরিয়ার সংঘাতে ডিজেল ইঞ্জিনচালিত এ যুদ্ধট্যাংকের ব্যবহার দেখেছে বিশ্ববাসী।
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এখন নেদারল্যান্ডস সফর করছেন। গতকাল দেশটির রটারডামে ডাচ্ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় শলৎসের কাছে ইউক্রেনকে ট্যাংক সরবরাহের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হয়।
জবাবে জার্মান চ্যান্সেলর বলেন, হ্যাঁ, প্রতিশ্রুতি অনুযায়ী আমরা ইউক্রেনকে লেপার্ড ট্যাংক সরবরাহ করেছি। আমরা খুবই আধুনিক ট্যাংক সরবরাহ করেছি।
এছাড়াও পর্তুগালের পাঠানো তিনটি লেপার্ড-২ ট্যাঙ্ক পেয়েছে ইউক্রেন। এর আগে দেশটির ট্যাঙ্ক ক্রু এবং মার্ডার যান চালানোর জন্য নিযুক্ত সেনাদের কয়েক সপ্তাহ ধরে প্রশিক্ষণ দিয়েছিল জার্মান সেনাবাহিনী।