1. admingusar@gmail.com : admingusar :
  2. crander@stand.com : :
  3. bnp786@gmail.com : editor :
  4. sylwebbd@gmail.com : mit :
  5. zia394@yahoo.com : Nurul Alam : Nurul Alam
  6. mrafiquealien@gmail.com : Rafique Ali : Rafique Ali
  7. sharuarprees@gmail.com : Sharuar : Mdg Sharuar
  8. cardgallary17@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
জালালাবাদ এসোশিয়েশন অব বাফেলোর ইনক সাধারণ সভা অনুষ্ঠিত মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা নির্বাচন কমিশনারদের বেতন-ভাতা সংক্রান্ত আইন অনুমোদন চিকিৎসকদের উপর হামলা কিংবা চিকিৎসায় অবহেলা মেনে নিব না : স্বাস্থ্যমন্ত্রী মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আফগান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনাবাহিনীর গুলিতে নিহত ৭ সন্ত্রাসী ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলের ব্যয় হয়েছে ১০০ কোটি ডলার : রিপোর্ট ইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে যা বলছেন বিশ্লেষক মুক্তিপণে ছাড়া জিম্মি জাহাজ

আজাক্সিওকে ৫ গোলে গুঁড়িয়ে দিল পিএসজি

  • আপডেটের সময় : রবিবার, ১৪ মে, ২০২৩

পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন মেসি। তবে মেসির ফেরার ম্যাচে জ্বলে উঠলেন কিলিয়ান এমবাপে। প্রতিপক্ষ আজাক্সিওকে গুঁড়িয়ে ১১তম লিগ ওয়ান শিরোপার জয়ের পথে আরো এগিয়ে গেল ফরাসি চ্যাম্পিয়নরা। এদিন, পুরো ম্যাচজুড়ে মেসি ছিলেন সাদামাটা।

শনিবার (৪ মে) রাতে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ৫-০ গোলে জিতেছে ক্রিস্তফ গালতিয়ের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন ফরাসি স্ট্রাইকার এমবাপে। এছাড়াও গোল করেছেন ফাবিয়ান রুইজ ও আশরাফ হাকিমি। অন্য গোলটি আত্মঘাতী।

গত মাসে স্ত্রী-সন্তানসহ সৌদি আরব সফরে গিয়েছিলেন মেসি। কিন্তু ক্লাব কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সৌদি সফরের জন্য আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে পিএসজি। বিতর্কে জড়ানো মেসি নানামুখী আলোচনার মধ্যে গত ৫ মে ক্ষমা চান। এর দুদিন পর অনুশীলনে ফেরেন তিনি। এবার ম্যাচ খেলতেও দেখা গেল তাকে।

তবে সকল বিতর্ক ছাপিয়ে মেসির উপর নিষেধাজ্ঞা শিথিল করেছে পিএসজি, তবে এখনো তা মেনে নিতে পারেনি সমর্থকরা। অ্যাজাক্সিওকে ৫-০ গোলে উড়িয়ে দেয়ার ম্যাচেও গ্যালারি থেকে ভেসে এসেছে মেসির প্রতি দুয়োধ্বনি।

ম্যাচের ৭৭তম মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখেন হাকিমি। ভিএআরে মনিটরে দেখে আজাকসিওর মিডফিল্ডার রোমেন মাঙ্গানিকেও সরাসরি লাল কার্ড দেখা রেফারি।

এদিকে, ম্যাচের ৭৭তম মিনিটে হাতাহাতিতে জড়ান পিএসজি-আজাক্সিও ফুটবলাররা। এতে দুই দলের একজন করে দেখেন সরাসরি লাল কার্ড। প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখেন হাকিমি। ভিএআরে মনিটরে দেখে আজাকসিওর মিডফিল্ডার রোমেন মাঙ্গানিকেও সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফলে বাকি সময় একজন কম নিয়ে খেলতে হয় তাদের।

এদিন শুরু থেকেই আধিপত্য বিস্তার করে পিএসজি। প্রথমার্ধের ২২তম মিনিটে ডি-বক্সের ভেতরে বল পেয়ে বাঁ পায়ের শটে গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার ফাবিয়ান। ৩৩তম মিনিটে দ্বিগুণ হয় ব্যবধান। আজাক্সিওর দুই খেলোয়াড়ের চাপে ভারসাম্য হারিয়ে ফেলার আগে এমবাপের নেয়া শট ফিরিয়ে দেন গোলরক্ষক। ফিরতি বল চলে যায় হাকিমির পায়ে। ডান পায়ের কোণাকুণি শটে ফাঁকা জালে বল পাঠান মরক্কান ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে স্কোরলাইন ৩-০ করেন এমবাপে। বক্সে জটলার ভেতর থেকে ফরাসি তারকার শটে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে গায়ে লেগে গোললাইন পেরিয়ে যায়। এর ৭ মিনিট পর ম্যাচে নিজের দ্বিতীয় গোলের স্বাদ নেন এমবাপে। সার্জিও রামোসের উঁচু করে বাড়ানো বল আজাক্সিওর এক ডিফেন্ডার হেড করার পর ডান পায়ের জোরালো ভলিতে নিশানা ভেদ করেন তিনি।

চলতি লিগ ওয়ানে এটি এমবাপের ২৫তম গোল। গত ৬০ বছরের বেশি সময় প্রথম ফরাসি খেলোয়াড় হিসেবে ফ্রান্সের শীর্ষ লিগে ভিন্ন চার আসরে অন্তত ২৫ গোল করলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অলিম্পিক মার্সেইয়ের আলেকজান্দ্রে লাকাজেতের গোল ২৪টি।

৭৩তম মিনিটে ম্যাচে পঞ্চম গোলের দেখা পায় প্যারিসিয়ানরা। ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনহোসের শট সফরকারীদের মোহাম্মদ ইউসুফের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। ফলে পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ৫ গোলে বিধ্বস্ত আজাক্সিও।

লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা শিরোপাধারী পিএসজির পয়েন্ট ৩৫ ম্যাচে ৮১। আসরের মাত্র তিন রাউন্ড বাকি থাকতে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে আছে তারা। লেঁস দুইয়ে অবস্থান করছে সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে। মার্সেই ৩৪ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে।

Comments are closed.

এই ধরণের আরো খবর

বাংলাদেশে করোনা ভাইরাস

সর্বমোট

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
সূত্র: আইইডিসিআর

সর্বশেষ

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
স্পন্সর: একতা হোস্ট
© All rights reserved © 2021 notunalonews24.com
Design and developed By Syl Service BD