1. bnp786@gmail.com : editor :
  2. sylwebbd@gmail.com : mit :
  3. zia394@yahoo.com : Nurul Alam : Nurul Alam
  4. mrafiquealien@gmail.com : Rafique Ali : Rafique Ali
  5. sharuarprees@gmail.com : Sharuar : Mdg Sharuar
  6. cardgallary17@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৯ অপরাহ্ন

একতরফা নির্বাচন আয়োজনে উদ্বেগ জানিয়ে ৪৭ নাগরিকের বিবৃতি

  • আপডেটের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

রাজনৈতিক সমঝোতা ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষণা ও একতরফা নির্বাচন আয়োজনে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন ৪৭ জন বিশিষ্ট নাগরিক। সোমবার (২০ নভেম্বর ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই উদ্বেগের কথা জানান।

বিবৃতিতে বলা হয়; আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সরকার সম্প্রতি আরও একটি একতরফা নির্বাচন অনুষ্ঠানের লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে ২৮ অক্টোবর পরবর্তী সময়ে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অজস্র মামলা দায়ের করা হচ্ছে, তাদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। এরই মধ্যে বিরোধী দলের সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করা হয়েছে এবং বিভিন্ন প্রচারমাধ্যম ব্যবহার করে বিরোধী দলের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে।

এমন একটি পরিস্থিতিতে নির্বাচনের তফসিল ঘোষণা করার মাধ্যমে নির্বাচন কমিশন সরকারের একতরফা নির্বাচন অনুষ্ঠানের সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখছে বলে আমরা মনে করি।

এ পরিস্থিতি বাংলাদেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক। আমরা অতীতের দু’টি নির্বাচনের অভিজ্ঞতায় দেখেছি- একতরফা, বিতর্কিত ও সাজানো নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জবাবদিহিতা থাকে না; রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সরকারের অজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়, দেশে বিচারবর্হিভূত হত্যাকাণ্ড, গুম, খুন, দুর্নীতি, লুটপাট, বিদেশে অর্থপাচার ভয়াবহ আকার ধারণ করে। এই পরিপ্রেক্ষিতে আরও একটি বিতর্কিত এবং একতরফা নির্বাচন অনুষ্ঠান বাংলাদেশকে গভীরতর সংকটে নিপতিত করবে বলে আমরা বিশ্বাস করি।

আমরা এই পরিস্থিতিতে অবিলম্বে বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তি দিয়ে তাদের এবং অন্যান্য অংশীজনের সাথে আলোচনা করে নির্বাচন উপযোগী একটি পরিস্থিতি সৃষ্টির উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা একই সঙ্গে সংলাপের পথ উন্মুক্ত রাখার স্বার্থে ইতিবাচক ভূমিকা পালন করার জন্য বিএনপিসহ বিরোধী দলগুলোকে আহবান জানাচ্ছি।

আমরা মনে করি, অতীতের একতরফা নির্বাচনের অভিজ্ঞতার পরও দেশি-বিদেশি নানা মহলের সংলাপের আহ্বানকে উপেক্ষা করে সরকার যদি আরও একটি অনুরূপ নির্বাচন অনুষ্ঠানের দিকে অগ্রসর হয় তাহলে এর দায়-দায়িত্ব মূলত সরকারকে বহন করতে হবে।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন-

১. আলী ইমাম মজুমদার, সাবেক কেবিনেট সচিব
২. আনু মুহাম্মদ, অর্থনীতিবিদ; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক
৩. স্বপন আদনান, ভিজিটিং প্রফেসর, লন্ডন স্কুল অব ইকনমিক্স অ্যান্ড পলিটিকাল সায়েন্স
৪. দিলারা চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞানী; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক
৫. শহিদুল আলম, আলোকচিত্রী
৬. শিরিন হক, মানবাধিকার কর্মী,
৭. আসিফ নজরুল, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
৮. সামিনা লুৎফা নিত্রা, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
৯. রেহনুমা আহমেদ, লেখক
১০. নূর খান লিটন, মানবাধিকার কর্মী
১১. অরূপ রাহী, চিন্তক
১২. রাখাল রাহা, লেখক ও সম্পাদক
১৩. মাহবুব মোর্শেদ, কথাসাহিত্যিক ও সাংবাদিক
১৪. সাঈদ ফেরদৌস, অধ্যাপক, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়
১৫. মির্জা তসলিমা সুলতানা, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয
১৬. রায়হান রাইন, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৭. সায়েমা খাতুন, লেখক ও নৃবিজ্ঞানী
১৮. আ-আল মামুন, অধ্যাপক, গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,
রাজশাহী বিশ্ববিদ্যালয়
১৯. সাখাওয়াত টিপু, কবি
২০. তবারক হোসেইন , সিনিয়র এডভোকেট
২১. সুব্রত চৌধূরী, সিনিয়র এডভোকেট
২২. হানা শামস আহমেদ, মানবাধিকার কর্মী
২৩. নায়লা জামান খান, চিকিৎসক ও সমাজকর্মী
২৪. ড. মোশরেকা অদিতি হক, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
২৫. সায়দিয়া গুলরুখ, সাংবাদিক
২৬. রেজাউর রহমান লেনিন, গবেষক ও মানবাধিকারকর্মী
২৭. ড. মারুফ মল্লিক, লেখক
২৮. মাইদুল ইসলাম, পিএইচডি গবেষক, ইউনিভার্সিটি অব পিটসবার্গ, যুক্তরাষ্ট্র
২৯. নাসরিন খন্দকার, নৃবিজ্ঞানী
৩০. এহ্সান মাহমুদ, কথাসাহিত্যিক
৩১. মাহা মির্জা, লেখক ও গবেষক
৩২. বাকি বিল্লাহ, লেখক ও রাজনৈতিক কর্মী
৩৩. মনির হায়দার, রাজনৈতিক ভাষ্যকার
৩৪. অমল আকাশ, শিল্পী ও সংগঠক
৩৫. আর রাজী, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৩৬. মোহাম্মদ নাজিম উদ্দিন, কথাসাহিত্যিক
৩৭. ফারজানা ওয়াহিদ সায়ান, সঙ্গীতশিল্পী
৩৮. লতিফুল ইসলাম শিবলী, গীতিকবি
৩৯. ফেরদৌস আরা রুমী, কবি ও উন্নয়নকর্মী
৪০. রোজিনা বেগম, মানবাধিকার কর্মী
৪১. সাঈদ বারী, প্রকাশক
৪২. ড. সাদাফ নূর, গবেষক, ডারহাম বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য
৪৩. মুহাম্মদ কাইউম, চলচ্চিত্র নির্মাতা
৪৪. জিয়া হাশান, লেখক
৪৫. আসিফ সিবগাত ভূঞা, লেখক
৪৬. জি এইচ হাবীব, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৪৭. ড. মোস্তফা নাজমুল মানছুর তমাল, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Comments are closed.

এই ধরণের আরো খবর

বাংলাদেশে করোনা ভাইরাস

সর্বমোট

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
সূত্র: আইইডিসিআর

সর্বশেষ

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
স্পন্সর: একতা হোস্ট
© All rights reserved © 2021 notunalonews24.com
Design and developed By Syl Service BD