সৈয়দ মিজান রচডেল থেকে :রচডেল গ্রেইটার নোয়াখালী এসোসিয়শন রচডেল নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয় ৭ই জানুয়ারি রবিবার বেলা ১.৩০মিনিটের সময় রচডেলের স্থানীয় ইষ্টান রেষ্টুরেন্টে রচডেল নোয়াখালি এসোসিয়শন চেয়াপারসন মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুদদুহা মাসুদ এর পরিচালনায় পবিত্র কোরআন তেলায়ত করেন মৌলানা শাহজান চৌধুরী বক্তব্য রাখেন রচডেল কাউন্সিল এর কেবিনেট মেম্বার কাউন্সিলার ইফতেকার আহমদ, এসেসটেন্ট মেম্বার কাউন্সিলার সৈয়দ আলী আহমদ, কাউন্সিলার সুলতান আলী, সাবেক সভাপতি শাহেদ মালিক ,হেদায়েত আহমদ শাব্বির, আনোয়ার হোসেন কিরন, সুমন আহমদ সহ প্রমুখ ।
বৃহত্তর নোয়াখালী রচডেল শাখার নতুন কমিটি
চেয়ারম্যানঃ – সিরাজুল ইসলাম.ভাইস চেয়ারম্যান: – হায়াত মোহাম্মদ শাব্বির ওআমিনুল রহমান(রিপন)
সাধারণ সম্পাদক: – মোহাম্মদ শামসুধুহো (মাসুদ) সহসাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুদ্দহা (সুমন)ও হাবিবুর রহমান (ভুলু),কোষাধ্যক্ষ: – মো: আনোয়ার হোসেন (কিরণ).,সংগঠনিক সম্পাদক – আলম শাহ.
সহ সাংগঠনিক সম্পাদক: -মো: ইউসুফ আলী. মিষ্টার আলী ,ছেলেমেয়েদের ব্যাপার: – মেহদী হাসান হদয় ,মিডিয়া সেক্রেটারি: – মোহাম্মদ মোহাম্মদ ইমন ,যুগ্ম মিডিয়া সম্পাদক: – মিঃ ফারুক খন্দকার ,ক্রীড়া সম্পাদক: – আবদুল কাইয়ুম.,যুগ্ম ক্রীড়া সম্পাদক: – মামুনুর রহিম হক (সুমন )।
উপদেষ্টা পরিষদ
-মো: হাবিব উল্লা ,-শাহেদ মালেক ,-আর রাজু অহমেদ ,-মিষ্টার খন্দকার (সমীর),-মুজিবুল হক
Leave a Reply