প্রেস বিজ্ঞপ্তি : অমর ২১ শে ফেব্রুয়ারী আন্তজ’তিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার রাত ১১:৩০মিনিটের সময় জি এস সি নর্থ ওয়েষ্ট রিজিয়নের উদ্যাগে আলোচনা সভা অনুষ্টিত হয় ওল্ডহামের মিলন রেষ্টুরেন্টে , সংগঠনের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি মীর গোলাম মোস্তাফার সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জি এস সির কেন্দ্রীয় সহসভাপতি সোহরাবুর রহমান, জি এস সির নর্থওয়েষ্টের সাবেক সভাপতি সৈয়দ মুজিবুর রহমান , ট্রেজারার সুহেল মিয়া, এম এ বাসিত,ফজর আলী, সৈয়দ মিজান , দেওয়ান মহসিন উদ্দিন,গোলাম মৌউলা নিক্সন , ফয়জুল হক জুয়েল খালেদ আহমদ সহ প্রমুখ । সভায় বক্তারা বলেন ৫২সালের ভাষা আন্দোলন সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট এ আন্দোলনের মাধ্যমে তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণ দাবীর বহিঃপ্রকাশ ঘটে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে এ আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করলেও বস্তুত এর বীজ বপিত হয়েছিল বহু আগে, অন্যদিকে এর প্রতিক্রিয়া এবং ফলাফল ছিল সুদূরপ্রসারী। সভায় যাহারা ৫২ সালে শহীদ হয়ে ছিলেন বিশেষ করে , সালাম, বরকত,রফিক , জব্বার, সফিউর সহ নাম না জানা সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় ।
Leave a Reply