নতুন আলো নিউজ ২৪: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় ড. মুহম্মদ জাফর ইকবাল আহত হয়েছেন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। : শাবির সহকারী প্রক্টর আবু হেনা পহিল জানান, বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বক্তৃতা দিচ্ছিলেন ড. মুহম্মদ জাফর ইকবাল। এ সময় কে বা কারা পেছন দিকে তাকে আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। : ক্যাম্পাস সূত্র জানায়, প্রফেসর জাফর ইকবাল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দুদিনব্যাপী ফেস্টিভালের দ্বিতীয় দিনে রোবোফাইট প্রোগ্রামে বক্তৃতা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ মঞ্চের পেছন থেকে ২৪-২৫ বছর বয়সী এক যুবক এসে তাকে ছুরিকাঘাত করেন। ছুরিকাঘাত করে পালানোর সময় উপস্থিত ছাত্ররা যুবককে ধরে গণপিটুনি দেন। পরে হামলাকারী ওই যুবককে পুলিশে দেয়া হয়। ওই হামলাকারীকে গণপিটুনি দেয়ায় সে অজ্ঞান হয়ে পড়েছে বলে জানা গেছে। তবে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। প্রসঙ্গত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের দায়ে পাঁচ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল গত শুক্রবার এক অনুষ্ঠানে বলেন, ‘র্যাগিংয়ের দায়ে তাদের যে শাস্তি দেয়া হয়েছে তা আসলে খুবই কম। আমি ব্যক্তিগতভাবে মনে করি, তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়া দরকার ছিল এবং রাষ্ট্রীয় আইনে তাদের বিচার করার দরকার ছিল। তাদের অপরাধ প্রমাণ হওয়ায় শাস্তি দেয়া হয়েছে। শাস্তি গ্রহণ করে ওদের ক্ষমা চাওয়া উচিত ছিল। কিন্তু সেটা না করে তারা আন্দোলন করা শুরু করেছে। বিশ্বদ্যিালয়ের বাকি ছাত্রদের কষ্ট দিচ্ছে। শুধু তাই নয়; তারা শিক্ষকদের সাথে বেয়াদবিও করেছে। এটা খুবই লজ্জার।’ : তার এ বক্তব্যের পরদিনই গতকাল শনিবার বিকেলে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করা হলো। : ড. জাফর ইকবাল বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। : জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম স্বপন জাফর ইকবালের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। : এদিকে শাবিতে ছুরিকাঘাতে আহত ড. জাফর ইকবাল ‘শঙ্কামুক্ত’ বলে জানিয়েছেন একজন চিকিৎসক। ওসমানী হাসপাতালের ওই চিকিৎসক গতকাল শনিবার রাত পৌনে ৭টায় এমন তথ্য জানান। তিনি আরো জানান, জাফর ইকবালের মাথায় অস্ত্রোপচার প্রয়োজন কিনা, তা এখনও পুরো নিশ্চিত নয়।
Leave a Reply