আক্রান্ত
১,৯৭৮,৬৮৯
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)::ছাতকে সিলেট পাল্প এন্ড পেপারমিল মাদরাসা শিক্ষক মাওলানা ওলিউল্লাহ জাতিয় শ্বিবিদ্যালয়ের অধিনে ২০১৫সালে অনুষ্ঠিত ডিগ্রী ফাইনাল পরিক্ষায় সিলেট এমসি বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট কাস পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল গ্রামের মাওলানা বেলাল হোসেন ও গৃহিনী নূরজাহান বেগমের প্রথম পুত্র। এরআগে তিনি মাদরাসা শিক্ষায় সর্বোচ্চ বিভিন্ন ডিগ্রী লাভ করেন ও ইসলামি ফাউন্ডেশনের আওতায় ইমাম প্রশিক্ষণসহ কয়েকটি সম্মাননা সনদ লাভ করেন। ভবিষ্যতে পিএসডি করতে আগ্রহী ওলিউল্লাহ নিজের ভবিষ্যত উজ্জ্ব কামণায় সকলের কাছে দোয়া প্রার্থী।
Leave a Reply