আক্রান্ত
২,০৩৮,০১৪
নতুন আলো নিউজ ডেস্ক :বায়তুল মোকাররমের পূর্বপাশের মার্কেট কমপ্লেক্সের একটি গুদামে আগুন লেগেছে। শুক্রবার দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান জানান, দুপুর ১টার দিকে মার্কেটের পূর্ব দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে দুপুর ১ টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। মসজিদ মার্কেটের ওই অংশটি গোডাউন হিসেবে ব্যবহার করা হতো। আগুনে বেশকিছু মালামাল পুড়ে গেছে।
Leave a Reply