আক্রান্ত
০
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)::সিলেট থেকে ছাতক আসার পথে পেপারমিল এলাকায় ২নং ব্রিজের মধ্যে আকিজ সিমেন্ট কারখানার একটি প্রাডো জীপ (ঢাকা মেট্রো ঘ-১১-১৭৭৭) দূর্ঘটনা কবলিত হয়। মঙ্গলবার ২০মার্চ রাত ৮টা ৪০মিনিটে সংঘটিত ঘটনার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের উঠে। এসময় গাড়িটির অর্ধেক অংশ ব্রিজের বাহিরে চলে গেলেও অল্পের জন্যে এটি নীচে পড়ে যায়নি। ফলে যাত্রিরা সবাই অক্ষত অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।
Leave a Reply