আক্রান্ত
২,০৩৭,৯৪৭
নতুন আলো নিউজ ডেস্ক :সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বোয়ালকান্দি চরে ঝড়ের কবলে পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত শাহজাহান আলী ওই গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে। এছাড়া ঝড়ে অন্তত এই চরসহ আশপাশের গ্রামের অন্তত শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এতে অন্তত ৫ জন আহত হন।
সোমবার বিকেলে এসব ঘটনা ঘটে।বোয়াকান্দি গ্রামের ইউপি সদস্য জেলহাজ হোসেন জানান, সোমবার বিকেলে যমুনা বিধৌত চলাঞ্চল চৌহালী জুড়ে ব্যাপক ঝড় বয়ে যায়। এ সময় বোয়ালকান্দি চরের কৃষক শাহজাহান আলী খেসারী ডালের ফসল তুলতে গিয়ে ঝড়ের সময় আকাশ থেকে উপুর্যপরী শীলের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঝড়ের পরে স্থানীয়রা তার লাশ মাঠে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দিলে তা উদ্ধার করে নিয়ে যায়।
অপরদিকে ঝড়ে একই এলাকার শতাধিক ঘরবাড়ি বিধ্বস্তসহ আরও ৫ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছে।
Leave a Reply