আক্রান্ত
১,৯৫৩,১৩৮
ছাতক প্রতিনিধি,ছাতকে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ সামি (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ১২এপ্রিল সকালে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের বানিকান্দি (সদুখালি) গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বানিকান্দি (সদুখালি) গ্রামের সাইফুল ইসলামের শিশু পুত্র সামি ঘটনার দিন সকালে পরিবারের লোকজনের চোখে ফাঁকি দিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হয়। নিখোঁজের আধঘন্টা পর পুকুরে শিশু সামির লাশ ভেসে উঠলে তাকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয় গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ##
Leave a Reply