জগন্নাথপুর প্রতিনিধি :সুনামগন্জের জগন্নাথপুর উপজেলার ৫নং চিলাউড়া হলদিপুর একটি গ্রামবাসী চলাচলের একমাত্র সম্ভল সাঁকো বর্তমান সরকারের আমলে সারাদেশে উন্নয়ন হচ্ছে কিন্তু জগন্নাথপুর উপজেলা ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন
আত্ততাধীন স্বজনশ্রী গ্রামে দক্ষিন পাড়া সেখানে অসহায় নিপীড়িত গরীব ,
দু:খী মানুষে গুলোর যাতায়াতের ব্যবস্হা খুবই ভয়াবহ ,সাঁকো দিয়ে চলাচলের ও বাঁশের বুড়া দিয়ে ওপাড় থেকে হপার হতে হয় চলাচলের ভোগান্তির শেষ নেই বলে যানা গেছে ,
কুশিয়ারা নদীর ভাঙ্গনে সেখানে প্রায় ভরাডুবি থাকে
যানাযাহ বর্তমান চেয়ারম্যান নজর সে দিকে কোনো ভাবে যাচ্ছে না , তিনি বার বার আশ্বাস দিয়েও কোনো রুপ কাজ করতেছেন না, সেখানে প্রায় ১০০ বসত বাড়ি, মানুষের সংখ্যা হবে প্রায় ৬০০/৭০০শত তাদের জীবন যাপন খুবই আর্তপীডিত, তারা অনেক কষ্ট করে যাতায়াত করতেছে, স্কুল মাদ্রাসার ছাত্র-ছাত্রী ভুগান্তির শিকার, প্রতি নিহত তাদের চলার অবস্তা খুবই ভয়াবহ, বর্তমান মেম্বার জনাব সুলতান আহমদের সাথে কথা বলে যানা যায়, চেয়ারম্যান আরশ আলী যে দিকে কোনো সু দৃষ্টি নেই, দিচ্ছে দিবো বলে যাচ্ছেন,
গ্রামের মুরুব্বী দের কে ও অনেক বার আশা দিয়েছেন কিন্তু কাজ হচ্ছে না
স্বজনশ্রী গ্রামের সাইফুল ইসলাম জাবেদ এর যাথে কথা বলে যানা যায় গত নির্বাচনে চেয়ারম্যান আরশ আলী এই রাস্তা কাজ নির্বাচনে বিজয়ী হয়ে এই রাস্তার কাজ শুরু করবেন কিন্তু তিন বছর হয়ে যাচ্ছে কিন্তু কাজ করাতে ইছুক নাই প্রতি নিয়ত দেখা কররে বলে এই মাসে নাইরে আগামী মাসে এই রাস্তার কাজ হবে ,কিন্তু আজ পর্যন্ত কাজ হয়নি
বিশেষ ভাবে এই রাস্তার দিখে নজর দিবেন চেয়ারম্যান আরশ আলী সাহেব এই কামনা গ্রাম বাসীর ,অলিউর রহমান, বলেন আমাদের দক্ষিন পাড়ার মানুষ বাজার আট যাতায়াত খুব কষ্ট কর তাদের একটা মাত্র রাস্তা গ্রীষ্ম কালে স্কুল মাদ্রাসার ছাত্র-ছাত্রী আসতে পাড়েনা কাদার জন্য আর পানি সময় তাদের আসতে হয় বাঁশের বুড়া টেনে আমাদের সবার দাবী এই রাস্তা টা যেনো
চেয়ারম্যান সাহেবে অতি তারা তারি কাজ শুরু করবেন, নইলে আমরা মন্ত্রী মহোদয় সাথে দেখা করবো এই সব রাস্তার ঘাট কাজ করার জন্য বলবো
উজ্জল মিয়া বলেন চেয়ারম্যান কাজ না কররে আমরা উপজেলা নির্বাহি কর্মকর্তাদের কাছে বলবো ও মন্ত্রী মহোদয় কাছে বলবো
আমাদের অবহেলিত গ্রামের কথা বিগত ১০ বছরে কোনো উন্নয়ন হয়নি সারা বাংলাদেশ উন্নয়ন হচ্ছে আমাদের গ্রাম কেনো হবেনা তা আমরা যানতে চাইবো মন্ত্রী মহদোয় কাছে কেনো উন্নয়ন থেকে আমাদের গ্রাম বঞ্চিত হচ্ছে,এই কি ডিজিটাল উন্নয়নের নমুনা ।
Leave a Reply