আক্রান্ত
২,০০৮,৬৪৪
জগন্নাথপুর প্রতিনিধি::গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পৌরশহরের হবিবপুর (আশিঘর) গ্রামের মৃত আ: লতিফের ছেলে আবু তাহের (২৮) ও ইকড়ছই (আমবাড়ী লম্বাহাটি) গ্রামের মৃত জমাফর আলীর ছেলে মো সোজা মিয়া (৪৫)।
জগন্নাথপুর থানার পুলিশ সূত্রে জানা যায়,থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরীর দিক নির্দেশনায় এসআই মো. লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করিয়া আজ সোমবার রাত ৩ টা ৩০ মিনিটের সময়ে আবু তাহের (২৮) ১৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেন।
এই বিষয়ে এসআই মো. লুৎফুর রহমান বাদী হয়ে এজাহার দায়ের করিলে মাদক মামলা রুজু করা হয়। শান্তি প্রিয় পৌরবাসীর বিরক্তি সৃষ্টিকারি অপর আসামী মো. সোজা মিয়া (৪৫)কে গ্রেফতার করেন। সোজা মিয়া বিরুদ্ধে ননএফআইআর প্রসিকিশন দাখিল করা হয়। গ্রেফতারকৃত আসামীদের আজ সোমবার সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply