আক্রান্ত
০
নতুন আলো অনলাইন ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকা থেকে পুলিশের এক ভুয়া এএসপিকে আটক করেছে র্যাব। রবিবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে জাকারিয়া আহমদ জাকির নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
জাকির জকিগঞ্জের কসকনকপুর গ্রামের মৃত আব্দুস ছবুরের ছেলে।
আটক জাকারিয়া আহমদ জাকিরের কাছ থেকে পুলিশের এএসপি পদবীর একটি জাল পরিচয়পত্র জব্দ করেছে র্যাব।
র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদে জাকির দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন বলে জানিয়েছেন। তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
পড়ুণ এবং শেয়ার করুন
Leave a Reply