সুনামগঞ্জ – ৩ জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ আসনে কয়ছর এম আহমেদ এর মনোনয়ন পত্র সংগ্রহ
নতুন আলো প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হয়ে জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ নির্বাচনী – ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে জগন্নাথপুরের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক সম্পাদক কয়ছর এম আহমেদ এর এর পক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে আজ বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড রুহুল কবীর রিজভীর কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এ সময়ে জাতীয়তাবাদী দল বিএনপি সুনামগঞ্জ জেলা , জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।