নতুন আলো অনলাইন ডেস্ক:: কাতালোনিয়ার প্রান কেন্দ্র বার্সেলোনা রাভালের স্হানীয় রেষ্টুরেন্টে ২৪শে নভেম্বর ২০১৯ শনিবার সুনামগন্জ জেলা বাসির উদ্যোগে মেয়াদ উত্তীর্ণ সংগঠন কে পুনর্জীবিত এবং সচল করার লক্ষ্যে এক সাধারণ সভার আয়োজন করা হয়।
কোরআন থেকে তেলাওয়াত এর মধ্যে দিয়ে অনুষ্টানের শুভ সুচনা করা হয়। কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য নুর আহম্মদ। আবু তালেব আল মামুন লাভু ও আজমান আলীর যৌথ সঞ্চালনায সভাপতিত্ব করেন ফারুক মিয়া।অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন মুজিবুর রহমান তোতা,আরো বক্তব্য রাখেন হারুনুর রশীদ,আফরোজ মিয়া ফাকু,আশ্বাদ আলী,নিজামুর রহমান নিজাম, ফয়সাল আহমেদ, গুলজার আহমদ, সোহেল রহমান, কামরুজ্জামান ,রুহুল আমিন, এমরান, সাঈদ সর্দার, আব্দুর রহমান সামসুল মাতিন,রেজু মিয়া, এমদাদুল হক রোকন, আব্দুর রকিব স্বপন, দিলশাদ মিয়া,বাবুল খান,আলী হোসেন, আব্দুল হক,আলী আহমদ, মো: সেলিম,রিপন সহ সামাজিক রাজনৈতিক ও সাংবাদিক ব্যক্তিবর্গ।
মানুষ মানুষের জন্য কথাটির সত্যতা উপলব্ধির মাধ্যমে সেবার হাত প্রসারিত হওক স্লোগানে র মধ্যে দিয়ে এই সাধারণ সভায় নাজমুল ইসলাম কে সভাপতি ও হারুনুর রশিদ কে সাধারণ সম্পাদক করে পাঁচ জনের নাম ঘোষণার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটির আংশিক ঘোষণা দেয়া হয়। অন্যান্যরা হলেন সাংগঠনিক সম্পাদক রোবেল আহমদ সোহেল,অর্থ সম্পাদক আবদুর রকিব স্বপন, প্রচার সম্পাদক কামরুজ্জামান প্রমূখ।