আব্দুল হামিদ খান সুমেদ:-গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের অগ্রসৈনিক,গণতান্ত্রিক আন্দোলনের সাহসী যোদ্ধা,শহীদ ছাত্রনেতা,বালাগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেল ও নিখোঁজ এম ইলিয়াস আলীকে ফিরে পাবার আন্দোলনে বিশ্বনাথের শহীদ সূর্যসন্তান মনোয়ার, সেলিম,জাকির,ছাত্রনেতা ফয়েজ আহমদ আনু ও যুবদল নেতা হরমুজ আলী সহ নির্যাতিত পরিবার গুলোর জন্য ঈদ উপহার প্রেরণ করেন নিখোঁজ এম ইলিয়াস আলী’র সহোদরএম আসকির আলী এবং এম ইলিয়াস আলীর জ্যেষ্ঠপুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস lবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নিখোঁজ এম ইলিয়াস আলীর পক্ষে ইলিয়াস সহোদর এম আসকির আলী এবং ইলিয়াস পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস এর ব্যক্তিগত উদ্যোগে উপহার গুলো বিতরণের ব্যবস্থা করেন স্থানীয় ছাত্রদল নেতৃবৃন্দের মাধ্যমে l তারই ধারাবাহিকতায় গতকাল স্থানীয় ছাত্রদল নেতৃবৃন্দ এম আসকির আলীর পক্ষে শহীদ সায়েম সোহেলের পিতা-মাতা ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের কুশলাদি,খোঁজখবর নেন এবং ঈদ উপহার গুলো পৌঁছে দেন এবং পাশাপাশি এই নির্যাতিত শহীদ পরিবারগুলোকে এম আসকির আলী ও আবরার ইলিয়াসের পক্ষ থেকে আশ্বস্ত করা হয় যে বিএনপি এবং ইলিয়াস আলী এবং তার পরিবার ও দল এবং দলের নেতাকর্মীরা সকল সুখে-দুখে এই নির্যাতিত পরিবারগুলোর পাশে আছে এবং সব সময় পাশে থাকবে এবং তাদের শ্রদ্ধাভরে স্মরণ রাখবে ইনশাল্লাহ l এসময় উপস্থিত ছিলেন পশ্চিম গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বালাগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবুল মিয়া,শেখ মোহন আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস শহীদ,
সাবেক সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হুসেন মুকিত, সাবেক পাঠাগার সম্পাদক রুবেল খান, সাবেক অর্থ সম্পাদক জায়েদ আহমেদ,ছাত্রনেতা শেখ রুমেল আলম, মুস্তাক আহমেদ সাকের,রাফিউল আলম সহ নেতৃবৃন্দ। এম আসকির আলী প্রতিনিধিদের মাধ্যমে এই নির্যাতিত পরিবারগুলোকে আশ্বস্ত করান যে,জাতীয়তাবাদী দল এবং দলের হাইকমান্ড, ইলিয়াস আলী এবং তার পরিবারবর্গ সকলেই নির্যাতিত পরিবারবর্গ গুলোর সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ এবং তাদেরকে যথাযথ মূল্যায়ন একদিন করা হবে এর নিশ্চয়তা তিনি দেন ।

চোখ রাখুন চ্যানেল ৩০ র ফেইসবুক পেইজে।