আক্রান্ত
২,০৩৮,০১৪
সৈয়দ মুহিবুর রহমান মিছলু::বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর ছাত্রলীগের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।।
এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফাইয়াজ খান সলিট, সাবেক ছাত্রনেতা আনিচ্ছুজ্জাম আনিছ, আফজাল হোসেন, রুপম আহমদ, এমদাদ ইমু, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা অমিত জিৎ, দেবাশীষ গোয়ালা দেব, সুলতান আহমদ, ফারুক আহমেদ, উজ্জ্বল আহমেদ, সবুজ আহমেদ, রিয়াদ, বাবু মিয়া, বিপ্লব দাস, হোসেন আহমেদ, হাবিব, বিজয় দাস, আমিন আলী, রঞ্জু দাস, কানাই, সপন, হামিদ, এলাল, রিমু, জায়েদ, কাওসার, জামিল, সুমেল, রবিন, কাশেম, রাবিব, সজিব প্রমুখ