আক্রান্ত
২,০৩৮,০১৪
ডেস্ক রিপোর্ট:: কোপা আমেরিকা কাপে কলম্বিয়ার মারকুটে ফুটবল সঙ্গে আর্জেন্টিনার হতাশাজনক পারফরম্যান্স। দুইয়ে মিলে আরও একবার শিরোপা স্বপ্নযাত্রা শঙ্কায় পড়েছিল আলবিসেলেস্তেদের।
অবশেষে ত্রাতা হয়ে ওঠলেন এমিলিয়ানো মার্টিনেজ। রুদ্ধশ্বাস টাইব্রেকারে কলম্বিয়ার তিনটি শট প্রতিহত করে আর্জেন্টিনার জয়ের নায়ক অ্যাস্টন ভিলার এই নির্ভীক শেষ প্রহরী।
বুধবার সকালে এস্তাদিও ন্যাশনাল ডে ব্রাসিলিয়া স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। এরপর সরাসরি টাইব্রেকারে নিষ্পত্তি হয় খেলা। সেখানে গোলরক্ষক মার্টিনেজের নৈপুণ্যে ৩-২ গোলের জয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছায় আর্জেন্টিনা।