আক্রান্ত
২,০৩৮,০১৪
সৈয়দ মুহিবুর রহমান মিছলু সিলেট প্রতিনিধি::সিলেটে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। দিন দিন বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা।
সিলেটে শুক্রবার একদিনেই করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৪৩ জনের। আজ সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ও শহীদ শামসুদ্দিন হাসপাতালের ল্যাবে এদের করোনা শনাক্ত করা হয়।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব সুত্র জানায়, শুক্রবার ওসমানীর ল্যাবে ১৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
আর শহীদ শামসুদ্দিন হাসপাতালের ল্যাবে ৭৭ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।