আক্রান্ত
২,০৩৮,০১৪
ডেস্ক রিপোর্ট:: সিলেটের গোলাপগঞ্জে বসতঘর থেকে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাখাওয়াত হোসেন হাদি (১৯) উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ কলাশহর গ্রামের মো. হানিফ আলীর ছেলে।
শুক্রবার রাতের (২৪ সেপ্টেম্বর) সে নিজ বসত ঘরের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলা ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে মধ্যরাতে গোলাপগঞ্জ থানা পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি কারণে হাদি আত্মহত্যা করেছে – এখনও জানতে পারেনি পুলিশ।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।