আক্রান্ত
২,০৩৮,০১৪
মোঃ সোহাগ হোসেন যশোর প্রতিনিধি::যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে ডিবি পুলিশ। ২০ অক্টোবর বুধবার দুপুরে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হল মোহাম্মদ লাল্টু (৩০) ও মোহাম্মদ ইমামুল দফাদার (২৬)
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম (২০ অক্টোবর) যশোর কোতোয়ালি মডেল থানা এলাকার কুয়াদা বাজারে বেলা দেড়টার দিকে অভিযান চালিয়ে লাল্টু ও ইমামুলকে ১৩২ (একশত বত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন।
ডিবির এসআই ইদ্রিসুর রহমান জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।