আক্রান্ত
২,০৩৮,০১৪
নিজস্ব প্রতিবেদক:: إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ (ইন্না——-রাজিউন )
জগন্নাথপুর পৌর বিএনপির সাবেক সভাপতি, ছিলিমপুর নির্বাসি আবুল হোসেন এর মাতা গতকাল মঙ্গলবার লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে ভোর ৬:১৫ মিনিটের সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুমা জানাজার নামাজ আজ বুধবার ৯ই ফেব্রুয়ারি ২০২২ ইংরেজী ইংল্যান্ডের ইষ্ট লন্ডন মসজিদে বাদ যোহর ১২:৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে ।
জানাজার নামাজ শেষে মরহুমা কে ইংল্যান্ডের ইটেরনাল গার্ডেন মুসলিম কবরস্থানে Grounds,Cemetery in Chislehurst
A20 Sidcup By-Pass, London BR7 6RR
দাফন করা হবে।
জানাজার নামাজে সবাই কে শরীক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হল। মরহুমা কে আল্লাহ যেন জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন আমীন।