আক্রান্ত
২,০৩৭,৯৪৭
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)::ছাতকের দোলারবাজার ইউনিয়নের রাউলী গ্রামে গরু চুরির ঘটনা ঘটছে। গত শনিবার 17.03.2018 দিবাগত রাতে চোরেরা গ্রামের মৃত আবদুল হানিফের পুত্র গোলাব মিয়ার গোয়ালঘর থেকে ১টি হালের বলদসহ আনুমানিক বাজার মূল্য ৬০হাজার টাকার ৩টি গরু চুরি করে নিয়ে যায়।
গোলাব মিয়া জানান, গত শনিবার দিবাগত রাতে চোরেরা গোয়ালঘরের বেড়া কেটে গোয়ালঘরে প্রবেশ করে ১টি হালের বলদ, ১টি গাভীসহ মোট ৩টি গরু চুরি করে নিয়ে যায়। সকালে গোয়ালঘরের বেড়া কাটা ও দরজা খোলা দেখে গরু চুরির বিশষটি জানতে পারেন।
Leave a Reply