1. admingusar@gmail.com : admingusar :
  2. crander@stand.com : :
  3. bnp786@gmail.com : editor :
  4. sylwebbd@gmail.com : mit :
  5. zia394@yahoo.com : Nurul Alam : Nurul Alam
  6. mrafiquealien@gmail.com : Rafique Ali : Rafique Ali
  7. sharuarprees@gmail.com : Sharuar : Mdg Sharuar
  8. cardgallary17@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  9. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন

পুতিনের সঙ্গে বৈঠক শির, যে হুশিয়ারি দিলেন বাইডেন

  • আপডেটের সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকের বৈঠক হয়েছে। এ ঘটনায় চীনা প্রেসিডেন্টকে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রুশ প্রেসিডেন্টের সঙ্গে বন্ধুত্ব চীনের অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

শুক্রবার মার্কিন বার্তা সংস্থা সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘(চীনের প্রেসিডেন্ট) শি জিনপিংয়ের সঙ্গে সম্প্রতি আমার কথা হয়েছে। তাকে আমি বলেছি— রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে এ পর্যন্ত ৬০০ মার্কিন কোম্পানি রাশিয়া থেকে নিজেদের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করেছে, নয়তো বন্ধ করতে বাধ্য হয়েছে।

এর আগে একবার জিনপিং আমাকে বলেছিলেন যে, আপনার দেশের অর্থনীতি অনেকাংশে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ওপর নির্ভরশীল। আমি তাকে তার সেই বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে সতর্ক থাকতে বলেছি। এটা কোনো হুমকি ছিল না। আমি কোনো হুমকি দেয়নি, কেবল আমার পর্যবেক্ষণ তুলে ধরেছি তার কাছে।

গত ৪ জুলাই এশিয়া ও পূর্ব ইউরোপের দেশগুলো জোট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে ছিল। ভৌগোলিক বিচারে বিশ্বের বৃহত্তম এই আঞ্চলিক, অর্থনৈতিক ও নিরাপত্তা জোটের সম্মেলনে নিজ নিজ দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে অংশ নিয়েছেন ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং।

এর আগে গত মার্চে ইউক্রেনে যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে দুদিনের রাষ্ট্রীয় সফরে মস্কো সফরে গিয়েছিলেন শি জিনপিং। কিন্তু সেই সফরে অর্থনীতি ও দ্বিপক্ষীয় স্বার্থসংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথাবার্তা হলেও ইউক্রেনে শান্তি স্থাপন নিয়ে কোনো আলোচনা হয়নি।

গত শতকের বিশের দশকে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার পর থেকেই দেশটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় পুঁজিতান্ত্রিক যুক্তরাষ্ট্রের। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরও অব্যাহত ছিল দুই দেশের মধ্যকার বৈরী মনোভাব। তবে গত কয়েক বছরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক তলানিতে ঠেকেছে এবং রুশ বাহিনী ইউক্রেনে অভিযান শুরুর পর তা আরও তিক্ত হয়েছে।

চীনের সঙ্গেও গত কয়েক বছর ধরে চরম তিক্ততা চলছে যুক্তরাষ্ট্রের। এই তিক্ততার মূল কারণ তাইওয়ান ইস্যু।

শুক্রবারের সাক্ষাৎকারে সিএনএনের পক্ষ থেকে বাইডেনকে প্রশ্ন করা হয়— তিনি জিনপিংকে সাম্প্রতিক এই সতর্কবার্তা দেওয়ার সময় চীনের প্রেসিডেন্টের মনোভাব কেমন ছিল।

উত্তরে বাইডেন বলেন, ‘তিনি শুনেছেন…কিন্তু কোনো মন্তব্য করেননি। আমার মনে হয় না, রাশিয়ার প্রতি তার টান কমেছে।’

Comments are closed.

এই ধরণের আরো খবর

বাংলাদেশে করোনা ভাইরাস

সর্বমোট

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
সূত্র: আইইডিসিআর

সর্বশেষ

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
স্পন্সর: একতা হোস্ট
© All rights reserved © 2021 notunalonews24.com
Design and developed By Syl Service BD